শরীফ চৌধুরী
চাঁদপুর: চাঁদপুরের কোস্টগার্ড মেঘনা মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী ৩টি লঞ্চ থেকে ৬ লক্ষ ৯শ বর্গমিটার কারেন্ট জাল ও ১৬শ কেজি নিষিদ্ধ পলিথিন আটক করে। কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার সাঃ লেফটেন্যান্ট এম আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে মেঘনা মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ এমভি সাব্বির-৩, ফারহান-৩ এবং শরিয়তপুর-৩ থেকে এসব নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লক্ষ ২০ হাজার টাকা। পরদিন কারেন্ট জাল এবং নিষিদ্ধ পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জেলা মৎস্য কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হলে এসব নদীর পাড়ে পুরিয়ে ফেলা হয়।