চাঁদপুর ওয়েব ডেস্ক
চাঁদপুর: পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, জঙ্গি তৎপরতা ও মাদক ব্যবসায় জড়িতদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে, সন্ত্রাসী কর্মকা- এবং জঙ্গিবাদের সাথে যুক্ত ব্যক্তিদেরকে কোনো ছাড় দেয়া হবে না। পুলিশ সুপার উপজেলা ও পৌরসভার জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, আপনারা জনগণের সেবায় জনপ্রতিনিধি হয়েছেন। কাউন্সিলর ও পৌর মেয়র এবং মেম্বার থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান যারাই রয়েছেন, আপনাদের কাজ হলো মাদক ব্যবসায়ীদের তথ্য দেয়া। আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করবো। গতকাল ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় মতলব দক্ষিণ থানার ডেলিভারী সার্ভিস সেন্টারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এসময় তিনি মতলব পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের মাদক, ইভটিজিংকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যে থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
এছাড়াও মতলব পৌরসভার রিঙ্াস্ট্যান্ড এলাকায় যানজট, সিঙ্গাপুর প্লাজা থেকে পশু হাসপাতাল সড়কে বখাটে যুবকদের উৎপাত, অতিরিক্ত রিঙ্া ভাড়া আদায়, উপজেলার সীমান্ত এলাকায় মাদক সেবী ও ব্যবসায়ীদের তৎপরতা এবং জঙ্গীবাদে জড়িত বা সন্দেহজনক ব্যক্তি সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।
থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিনের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন অধ্যাপক মোঃ সিরাজুল মোস্তফা তালুকদার, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও মতলব রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, মেঘনা বার্তার মতলব দক্ষিণ অফিস ইনচার্জ রোকনুজ্জামান রোকন, সাপ্তাহিক পাঠক সংবাদের মফস্বল সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, ইলশেপাড়ের ব্যুরো ইনচার্জ মাহফুজ মলি্লক, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুজ্জামান মৃধা, মতলব জেবি পাইলট উবির অভিভাবক সদস্য লোকমান হোসেন বাবুল মিয়াজী, জসিম প্রধান, উপাদী উত্তরের ইউপি সদস্য হান্নান মেম্বার, উপাদী দক্ষিণের ইউপি সদস্য সরদার রেজাউল করিম, মতলব পৌরসভার কমিউনিটিং পুলিশিংয়ের সাধারণ সম্পাদক গণেশ ভৌমিক, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কমিউনিটিং পুলিশিংয়ের সাধারণ সস্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, নায়েরগাঁও দক্ষিণের ইউপি সদস্য বিনয় ভূষণ দাস প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।