রহিমানগরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ততার দায়ে বখাটের দুবছর জেল
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১৫:৩০
প্রিন্টঅঅ-অ+
চাঁদপুর ওয়েব ডেস্ক
চাঁদপুর: কচুয়ার রহিমানগরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ততার দায়ে আমিনুল ইসলাম বাবুল (২৮) নামে বখাটেকে দুই বছর জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আশরাফ হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। স্থানীয়রা জানান, গোহট দক্ষিণ ইউনিয়নের গোহট গ্রামের আলমগীর হোসেনের বখাটে ছেলে আমিনুল ইসলাম বাবুল রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ছাত্রীদের প্রায় সময় উত্ত্যক্ত করত। মঙ্গলবার এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় ছাত্রীর বাবা কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া থানা পুলিশ বখাটেকে গ্রেফতার করে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুবছরের দন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।