মতলব উত্তরে সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৫৭:২০
প্রিন্টঅঅ-অ+
চাঁদপুর ওয়েব ডেস্ক
চাঁদপুর: মতলব উত্তর উপজেলার ডুবগী গ্রামের প্রবাসী ইয়াছিন প্রধানের বাড়ির সেপটিক ট্যাংক থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা ওই নারীর পা দেখতে পায়। পরবর্তীতে এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা যায়, লাশের পা ওড়না দিয়ে বাঁধা ছিলো। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার জানান, উদ্ধারকৃত অজ্ঞাত নারীকে অন্য কোথাও হত্যা করে এখানে এনে লাশ ফেলে যায়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হবে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ বেশ তৎপর রয়েছে বলে তিনি জানান।