শরীফ চৌধুরী
চাঁদপুর: জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা সোমবার বিকেল সাড়ে ৪ টায় জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ। সিনিয়র জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম বেগবান করার লক্ষ্যে সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গরীব-দুঃখির ন্যার্য অধিকার প্রতিষ্ঠায় সরকার বিনামূল্যে আইনগত সহায়তা দিয়ে আসছে। কিন্তু বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠী এখনো এ কার্যক্রম সর্ম্পকে অবগত নয়। তাই তাদেরকে সরকারের এ গুরুত্বপূর্ণ উদ্যোগ সর্ম্পকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াই জেলা লিগ্যাল এইড কমিটির দায়িত্ব ও কর্তব্য।
সভায় উপস্থিত থেকে আলাচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আতোয়ার রহমান, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান, পিপি আমান উল্লাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, নারী ও শিশু আদালতের পিপি হাবিবুল ইসলাম তালুকদার প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার শুভ্রা চক্রবর্তী। সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম প্রসারে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়। একই সাথে চাঁদপুর জেলার ৮টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে সহসাই একটি সেমিনার আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে জেল সুপার মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় প্যারালিগ্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়