শাহরাস্তি বিএনপির ২৮ নেতা-কর্মীকে মামলা থেকে অব্যাহতি
প্রকাশ : ২৩ আগস্ট, ২০১৬ ১১:৫০:১১
প্রিন্টঅঅ-অ+
চাঁদপুর ওয়েব ডেস্ক
চাঁদপুর: চাঁদপুরের আদালত থেকে দ্রুত বিচার আইনের মামলায় অব্যাহতি পেয়েছেন শাহরাস্তি বিএনপির ২৮ নেতা-কর্মী। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশাররফ ইউসুফ মামলার এ রায় দেন। মামলা নম্বর-জিআর ৬৩/১৩। শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নে ২০১৩ সালে হরতাল সমর্থনকারীরা পিকেটিং করে ভাংচুর করায় জনৈক সেলিম বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন। মামলার শুনানি শেষে গতকাল সোমবার ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ অন্য আসামীদের মামলা থেকে অব্যাহতি দেন আদালত। আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডঃ শাহেদুল হক মজুমদার সোহেল। তিনি এই মামলা প্রসঙ্গে বলেন, ন্যায় বিচারের পক্ষে রায় পেয়ে আমি সন্তুষ্ট। আসামীরা ঘটনার সাথে জড়িত ছিলো না। রাজনৈতিকভাবে একটি পক্ষ আসামীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পি পি অ্যাডঃ রেজা পাহলভী মজিদ শেলী।