চাঁদপুর: গত ২২ আগস্ট রাত ৩টায় চাঁদপুর সদরের পশ্চিম সকদী বোরহানুল উলুম কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, মাদ্রাসার অফিস কক্ষে প্রথমে আগুনের সূত্রপাত। পরে পাশের দু'টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কক্ষ দুটিতে ছাত্ররা ঘুমিয়েছিলো। আগুনের উত্তাপ পেয়ে ছাত্ররা ঘুম থেকে উঠে বাইরে চলে আসে। তাদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হলেও অফিস রুমসহ ৩টি রুম এবং ছাত্রদের আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয় বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়। এলাকাবাসী জানান, ডাক চিৎকার শুনে দৌড়ে এসে দেখেন মাদ্রাসাটিতে আগুন জ্বলছে। এলাকাবাসী ও বিভিন্ন জনের সহযোগিতায় মাদ্রাসাটি চলে আসছে। কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কেউ বলতে পারেনি। অগ্নিকান্ডের খবর শুনে গতকাল সকালে বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী পাঠান, মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান মিয়া, ইউপি সদস্য মুনসুর খান, ডাঃ কাশিম পাটওয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদ্রাসাটি পরিদর্শনে আসেন।