চাঁদপুর ওয়েব ডেস্ক
চাঁদপুর: চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ৯ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনয়াতনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ইউপি সচিব সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, ইউনিযন যুবলীগের আহ্বায়ক জাকির বেপারী, যুগ্ম আহ্বায়ক সেলিম মাল, ১নং ওয়ার্ড ইউপি মেম্বার দুলাল মাল, ৩নং ওয়ার্ড মহসিন মৃধা, ৪নং ওয়ার্ড বিল্লাল মাল, ৬নং ওয়ার্ড আলফু, ৭নং ওয়ার্ড কালাম, ৯নং সামছুল হক প্রধানীয়া, সংরক্ষিত মহিলা মেম্বার মমতাজ বেগম, শিল্পী বেগম, আয়েশা বেগম, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ আজিজ, এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, আশিকাটি ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি কাজী এমরান হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, হাপানীয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম খান, আশিকাটি পরিবার পরিকল্পনার পরিদর্শক শংকর চন্দ্র শীল প্রমুখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বলেন, ইউনিয়নের প্রতিটি স্কুলের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে হবে। বর্তমান সরকার দেশে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করার জন্য জোড়ালোভাবে কাজ করে চলছে। আগমী ১৫ আগস্ট প্রতিটি স্কুল, মাদ্রাসা, কিন্ডার গার্টেনে জাতির পিতার জীবনীর উপর আলোকপাত করতে হবে। আশিকাটির কোন কোন বিদ্যালয়ে কি কি সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধান করা হবে। এ ইউনিয়নকে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করার জন্য ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতা থাকবে। কোনো ছাত্র-ছাত্রী যাতে খাতা কলম, বেতন, বইয়ের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, তার দিকে সকল শিক্ষকদের খেয়াল রাখতে হবে।