চাঁদপুর ওয়েব ডেস্ক
চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল বুধবার সমিতি মিলনায়তনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা সাইফুদ্দিন খন্দকার। সমিতির সভাপতি অ্যাডঃ সেলিম আকবরের সভাপতিত্বে ইফতারে অংশ নেন জেলা ও দায়রা জজ মোঃ মফিজুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রমণী রঞ্জন চাকমা, জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহামেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ জসিম উদ্দিন ভূঁইয়া মিঠুর সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হাই, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতোয়ার রহমান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ, রাজীব কুমার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন, শেখ সাদিসহ প্রশাসনিক কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির আইনজীবীসহ ও গণমাধ্যমকর্মীগণ।