চাঁদপুর: মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বারগাঁও গ্রামে ইয়াবা বিক্রেতা হাবিবুর রহমান (২৬) নামে এক যুবককে গতকাল মঙ্গলবার গভীর রাতে আটক করেছে থানা পুলিশ। মতলব দক্ষিণ থানার এসআই জহির ও নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। থানা পুলিশ জানায়, দক্ষিণ বারগাঁও গ্রামের মহব্বত আলী বেপারীর ছেলে হাবিব ও কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামের মফিজ (৩৫) এলাকায় দীর্ঘদিন ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। ঐ দিন গোপন সংবাদের ভিত্তিতে হাবিবের নিজ বাড়ি দক্ষিণ বারগাঁও বেপারী বাড়িতে অভিযান চালায় পুলিশ। ঐ সময় মফিজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও হাবিব ধরা পড়ে। হাবিবের দেহ তল্লাশি করে ২৪ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৬/৭১।