শরীফ চৌধুরী
চাঁদপুর: চাঁদপুরে সামগ্রীক মান ব্যবস্থাপনার মাধ্যমে জনসেবার মানন্নোয়ন বিষয়ক কাইজেন কনভেনশন আজ বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এবং লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ড. শাহ আলম।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স পরিচালক গোলাম মেহেদী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান।
এসময় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদত হেসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স সমন্বয়ক মো. আবুল বাশার প্রমুখ।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চাঁদপুর জেলা প্রশাসন ও জাপান আর্ন্তজাতিক সহযোগিতা সংস্থা ( জাইকা) এর আয়োজনে অনুষ্ঠিত কনভেনশনে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ থেকে গত তিন মাসের সামগ্রীক মান ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন ।