রাজধানী ওয়েব
ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সন্দেহভাজন সাত জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পুলিশ বলছে, তারা ডাকাতিতে জড়িত। তাদের কাছ থেকে ৬৭ ভরি সোনাসহ ডাকাতির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এ তথ্য জানিয়েছেন।
ডিএমপির এ কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ ডাকাতি করা টাকা, ৬৭ ভরি স্বর্ণালংকার, চারটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ১০টি গুলি, ছয় লাখ টাকা, টিভি, ল্যাপটপ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ইউসুফ আলী জানান, মঙ্গলবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিস্তারিত জানানো হবে।