রাজধানী ওয়েব
ঢাকা:ঢাকা: নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ইস্কাটন-মগবাজার-মৌচাক অংশ আগামীকাল বৃহস্পতিবার যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।
বুধবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, বেলা ১১টায় ফিতা কেটে ইস্কাটন-মগবাজার-মৌচাক অংশে যানবাহন চলাচল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে গত ৩০ মার্চ এ ফ্লাইওভারের তেজগাঁও সাতরাস্তা থেকে মগবাজার হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত দুই কিলোমিটার অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর তেজগাঁও, মগবাজার, মৌচাক এলাকার মানুষের বহুল প্রতীক্ষিত এই ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য সাড়ে আট কিলোমিটারের বেশি।
বাংলাদেশ সরকার, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের যৌথ অর্থায়নে এর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। তবে এর মধ্যে কিছু অংশ বাড়িয়ে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ২১৯ কোটি টাকা।
প্রকল্পটির বাকি কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছে ২০১৭ সালের জুন নাগাদ।