ঢাকা: রাজধানীর আজিমপুরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ এক নারী আটক হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে বিজিবি'র ২ নম্বর গেটের এ ঘটনা ঘটে। পুলিশের লাগবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহীম খান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের হামলায় ডিবির ৫ কনস্টেবল আহত হয়েছেন। তাদের ঢামেকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে লাভলু ও রামচন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বাকিরা হলেন- জহির উদ্দিন, শাজাহানসহ আরো একজন। আহত এক নারীকে হাত-পা বাঁধা অবস্থায় ঢামেকে নেয়া হয়েছে। আহত নারীর নাম শারমীন (২৫) বলে জানা গেছে। এখনো অভিযান চলছে। পুলিশের কাউন্টার টেরোজিম ইউনিট এবং বিশেষ বাহিনী সোয়াট'র সদস্যরা অভিযানের নেতৃত্বে দিচ্ছেন।