রাজধানী ওয়েব
ঢাকা: রাজধানীর খিলখেত থেকে ২ লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খিলখেতের লোটাস কামাল টাওয়ারের সামনে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন - সাইফুল ইসলাম ওরফে কামাল, মো. আলাউদ্দিন ও মো. ইব্রাহিম হাওলাদার।
পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করার কথা স্বীকার করেছেন।