ব্যবসা ওয়েব
নিজস্ব প্রতিনিধি
নতুন বার্তা ডটকম
ঢাকা: শীতকালীন সবজির দাম ঊর্ধ্বমূখী থাকলেও স্থিতিশীল রয়েছে গ্রীষ্মকালীন সবজির দাম।
বাজারগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে সবধরনের মুরগির দাম। কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। আর পাকিস্তানি মুরগির দাম বেড়েছে জোড়া প্রতি ১০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় হঠাৎ করেই বেড়েছে মুরগির দাম। দেশি মাছ বাড়তি দামে বিক্রি হলেও স্থিতিশীল রয়েছে চাষের মাছের দাম।
এদিকে শীতকালীন সবজির সরবরাহ কম থাকায় উর্ধ্বমুখী প্রভাব রয়েছে দামেও। কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম। তবে ক্রেতাদের মাঝে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রভাব।
মাছের বাজারে দেশী মাছের দাম বাড়লেও কমেছে চাষের মাছের দাম। ক্রেতারা বলছেন, চাষের মাছের দাম হাতের নাগালে থাকলেও মধ্যবিত্তদের অধরাই থেকে যায় দেশি মাছ।
তবে আগের মতোই রয়েছে গরু ও খাসির মাংসের দাম। গরু বিক্রি হচ্ছে কেজিতে ৪৮০ টাকা এবং খাসি বিক্রি হচ্ছে কেজিতে ৭০০ টাকায়।a