ব্যবসা ওয়েব
ঢাকা: কাঁচা বাজারে শীতের সবজি আসতে শুরু করায় দাম কমেছে অন্যান্য সবজির। বিক্রেতারা বললেও ক্রেতারা বলছেন তুলনামূলক দাম কমেনি। বাজারে স্বাভাবিক আছে মাছ, গরু ও খাসির মাংসের দাম। তবে আমদানি বেশি থাকায় দাম কমেছে ব্রয়লারের।
রাজধানীতে শীত অনুভূত না হলেও বাজারে দেখা মিলছে শীতকালীন সবজির। নতুন সবজি হিসেবে আলু ১০০ টাকা, শিম ৬০ টাকা, প্রতিপিস ফুলকপি ৩০ থেকে ৩৫ এবং এক কেজি ধনে পাতা বিক্রি হচ্ছে মানভেদে দুইশ টাকায়।
শীতের এসব সবজির যোগান মেলায় কমেছে অন্যান্য শাক-সবজির দাম।
বিক্রেতারা জানান, কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা কমেছে এসব সবজির দাম। তবে ক্রেতারা বলছেন, দাম এখনোও কমেনি।
বাজারে মাছের দাম রয়েছে আগের মতোই। বড় রই ও কাতল বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০, বড় তেলাপিয়া ২শ, দেশি কই ৬শ, দেশি মাগুর ও শিং ৬শ এবং দেশি ছোট মাছগুলো বিক্রি হচ্ছে ৩শ থেকে ৬শ টাকা কেজি দরে।
বিক্রেতারা বলছেন, দাম আরো কমবে। তবে আমদানি করা মাছের ভিড়ে দেশি মাছ চেনাটা কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ ক্রেতাদের।
এদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে প্রায় ১০ থেকে ১৫ টাকা।
কাঁচাবাজারে আগের দামেই গরুর মাংস ৪২০ থেকে ৪৫০ ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৬শ টাকায়।