ব্যবসা ওয়েব
ঢাকা: রাজধানীর বাজারে হঠাৎ করে বেড়েছে প্রায় সবধরনের মাছের দাম। বিক্রেতারা বলছেন, বাজারে ইলিশ মাছ না থাকায় সবধরনের মাছ কেজিতে ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
তবে, সরবরাহ পর্যাপ্ত থাকলেও অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছেন বিক্রেতারা।।
সরকারি নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর বাজার গুলিতে ঝাঁপিতে নেই কোন ইলিশ। তাই কিছুটা বাড়তি চাপ অন্যান্য মাছে। আর যার প্রভাব পড়েছে, মলা, বেলে ও চাপিলা'সহ সবধরনের মাছের দামেও।
এদিকে, মুলা, ফুলকপি, বাঁধাকপি ও শালগম'সহ শীতের আগাম কিছু সবজি উঠতে শুরু করায় স্থিতিশীল সবজির বাজার। বেগুন, টমেটো ও কাঁচামরিচ ছাড়া বাড়েনি অন্যান্য সবজির দাম।
স্থিতিশীল রয়েছে মাংসের বাজারও। গরু, খাসি ও ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে আগের দামেই। আর ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি মুরগী।