প্রবাস ওয়েব
ব্রাসিলিয়া: ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় ভোর ৬টায় ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন মিজারুল। কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
২০১৪ সালে ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয় মিজারুল কায়েসকে। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন মিজারুল। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এর পর তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্টে উচ্চতর শিক্ষা নেন।
১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যাডার হিসেবে যোগ দেন মিজারুল।