প্রবাস ওয়েব
অটোয়া: কানাডার ম্যানিটোবা প্রভিন্স এর রাজধানী উনিপেগ এ আজ ১৮ নভেম্বর স্থানীয় সময় রাত ৮: ৩০ মিনিটে অমিতাভ রেজা চৌধুরী প্রযোজিত আয়নাবাজির শুভ মুক্তি হয়।
সিনেপ্লেক্স, সিনেমা সিটি নর্থগেইট, উইনিপেগে শত শত বাংলাদেশীর সাথে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ছবিটি উপভোগ করেন।
দীর্ঘ দিন অপেক্ষার পর ও টিকিট না পাবার কারণে অনেকেই প্রথম শো টি দেখতে পারেননি। তবে ছবি টি আগামী ২৩ নভেম্বর বুধবার পর্যন্ত সিনেমা সিটি নর্থগেইট, উইনিপেগে চলবে।
ইংলিশ সাবটাইটেল এ এটি ম্যানিটোবায় মুক্তি পাওয়া প্র্রথম কোনো বাংলাদেশের ছবি। কানাডা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ম্যানিটোবার সভাপতি রহিদুল মন্ডল সবাইকে হলে গিয়ে ছবি টি দেখার অনুরোধ জানান।
ছবিটি দেখতে এসে রৌওশন জাহান শম্পা মনস্তাত্ত্বিক থ্রিলার ছবিটির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।