চট্টলা ওয়েব
চট্টগ্রাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে, শিগগিরই চট্টগ্রামের বাকলিয়ায় সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের কাজ শুরু হবে। আর এই পার্ক তৈরীতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শনিবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন করে তিনি একথা বলেন।
জুনাইদ আহমদ পলক বলেন, 'আমরা চট্টগ্রামের বাকলিয়ায় একটু বেশী জায়গা চেয়েছিলাম কিন্তু ১৪ একর জায়গা পেয়েছি। এখানে ভারতের ব্যাঙ্গালুরুর মত আইটি অঞ্চল গড়ে তোলা হবে।'