চট্টগ্রাম: চট্টগ্রামের টাইগারপাসে কামরুল ও লাকি নামের দুই সহোদরের রহস্যজনক মৃত্যু হয়েছে। খুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন দুজন নিহতের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন। থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন নতুন বার্তা ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১০টায় নতুন বার্তা ডটকমের সঙ্গে কথা বলার সময় তিনি জানাচ্ছিলেন, ঘটনাস্থলে যাওয়া পুলিশের টিম তখনও থানায় ফেরেনি। এএসআই মহিউদ্দিন বলেন, নিহতদের পরিচয় সম্পর্কে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।”