চট্টগ্রাম: চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ হত্যা মামলার রায়ে ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন।
ট্রাইব্যুনালের কৌঁসুলি আইয়ুব খান জানান, ২০১৪ সালের ৩০ জুলাই কোরবানী ঈদের রাতে কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অলিউল্যাহ মৃধাকে বিরোধের জের ধরে বাড়ির উত্তর দিকে রাস্তার পাশে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে তৎকালীন সময়ে একই গ্রামের আবদুল হামিদ মৃধাকে প্রধান আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা (যার নং ১২, তারিখ ৩০/০৭/২০১৪ইং) দায়ের করে।