চট্টলা ওয়েব
চট্টগ্রাম : নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত অভিযানে দেশীয় তৈরি একটি এলজি ও ৭টি গ্রেডিং মেশিনসহ ৬২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ৯ হাজার ৩০৩ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাও উদ্ধার করা হয়।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৩০৩ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ মোট ৬২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় কর্ণফুলী থানা এলাকা থেকে একটি দেশীয় অস্ত্র এলজি ও ৭টি গ্রেডিং মেশিন ও চান্দগাঁও থানা পুলিশ একটি জিপ উদ্ধার করা হয়।